শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

কালীগঞ্জে ব্যক্তিগত অর্থে ৪০০ শত মিটার রাস্থা নির্মাণ

Reading Time: < 1 minute

এম এ লিতু, ঝিনাইদহ:
গ্রামের একটি কাচা ও কর্দমাক্ত রাস্থা পাকা করে দিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মিলন ।উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মষিয়াডরা গ্রামে নিজ অর্থায়নে ৪০০’শ মিটার কাচা রাস্থা পাকা করে দিয়েছেন মাহবুবুর রহমান মিলন।৩ হাজার ভোটারসহ মষিয়াডরা গ্রামে ৫ হাজার মানুষের বসবাস ।৪০০’শ মিটার কাচা রাস্থা যেন এতদিন এ গ্রামের মানুষের গলার কাটা হয়ে ছিল ।মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ খরচে মিলন এ ৪০০’শ মিটার রাস্থা করেছেন বলে জানা গেছে।সরজমিনে গিয়ে দেখা যায় ,মষিয়াডারা গ্রামের ফাইজুর রহমান ফিরোজ খার বাড়ি থেকে আফজালের বাড়ি পর্যন্ত ৪০০’শ মিটার রাস্থা ম্যাকাডাম করনের কাজ সম্পূর্নের পথে ।গ্রামের ভিতর এ ফিডার রাস্থাটি মুল সড়কে সাথে সংযুক্ত।যার কারনে মষিয়াডরা গ্রামের মানুষ সহজেই শহরের দিকে আসতে পারবে ।মষিয়াডরা গ্রামের ভ্যান চালক মোক্তার হোসেন জানান ,রাস্থাটি পাকা করার জন্য আজ পর্যন্ত কোন চেয়ারম্যান-মেম্বার কাজ করেনি ।মিলন ভাই কোন জনপ্রতিনিধি না হয়েও রাস্থাটি করেছে। এত আমরা খুব খুশি ।রাস্থাটি নিজ অর্থয়ানে করার ব্যাপারে প্রতিবেদককে মাহবুবুর রহমান মিলন বলেন ,আমার ইউনিয়নে প্রত্যেক শ্রেনি-পেশার মানুষের সাথে আমার আতিœক সম্পর্ক রয়েছে ।আমি ইউনিয়নবাসীর সামাজিক ও সামষ্টিক ব্যাপারগুলোর খোজ রাখার চেষ্টা করি ।আর সেকারনে আমি মষিয়াডরা গ্রামের মানুষের জন্য ৪০০ ’ মিটার রাস্থা পাকা করে দিয়েছি ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com