শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম এ লিতু, ঝিনাইদহ:
গ্রামের একটি কাচা ও কর্দমাক্ত রাস্থা পাকা করে দিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মিলন ।উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মষিয়াডরা গ্রামে নিজ অর্থায়নে ৪০০’শ মিটার কাচা রাস্থা পাকা করে দিয়েছেন মাহবুবুর রহমান মিলন।৩ হাজার ভোটারসহ মষিয়াডরা গ্রামে ৫ হাজার মানুষের বসবাস ।৪০০’শ মিটার কাচা রাস্থা যেন এতদিন এ গ্রামের মানুষের গলার কাটা হয়ে ছিল ।মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ খরচে মিলন এ ৪০০’শ মিটার রাস্থা করেছেন বলে জানা গেছে।সরজমিনে গিয়ে দেখা যায় ,মষিয়াডারা গ্রামের ফাইজুর রহমান ফিরোজ খার বাড়ি থেকে আফজালের বাড়ি পর্যন্ত ৪০০’শ মিটার রাস্থা ম্যাকাডাম করনের কাজ সম্পূর্নের পথে ।গ্রামের ভিতর এ ফিডার রাস্থাটি মুল সড়কে সাথে সংযুক্ত।যার কারনে মষিয়াডরা গ্রামের মানুষ সহজেই শহরের দিকে আসতে পারবে ।মষিয়াডরা গ্রামের ভ্যান চালক মোক্তার হোসেন জানান ,রাস্থাটি পাকা করার জন্য আজ পর্যন্ত কোন চেয়ারম্যান-মেম্বার কাজ করেনি ।মিলন ভাই কোন জনপ্রতিনিধি না হয়েও রাস্থাটি করেছে। এত আমরা খুব খুশি ।রাস্থাটি নিজ অর্থয়ানে করার ব্যাপারে প্রতিবেদককে মাহবুবুর রহমান মিলন বলেন ,আমার ইউনিয়নে প্রত্যেক শ্রেনি-পেশার মানুষের সাথে আমার আতিœক সম্পর্ক রয়েছে ।আমি ইউনিয়নবাসীর সামাজিক ও সামষ্টিক ব্যাপারগুলোর খোজ রাখার চেষ্টা করি ।আর সেকারনে আমি মষিয়াডরা গ্রামের মানুষের জন্য ৪০০ ’ মিটার রাস্থা পাকা করে দিয়েছি ।