রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব-12 সিপিসি 1
শিরোনামঃ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার।
গত ১৯ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে মিরাজুল ইসলাম(৪৫) নামের এক ব্যক্তিকে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে, টাকা পয়সা লেনদেন ও পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৭, তারিখঃ ২০ মে ২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৩ জুন ২০২৩ ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামি মোঃ আরিফ (৩৭), পিতা-মৃত নান্নু, সাং-বোয়ালদহ কান্তিনগর, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান,স্কোয়াড্রন লীডার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।