রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব কুষ্টিয়া :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার হত্যা মামলার ০১ জন আসামি গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ২১ জুন ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড়ে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে মোঃ রেন্টু (৩২) নামের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন৷ উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৭৩, তারিখঃ ২৩ জুন ২০২৩, ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর পলাতক হত্যাকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সিপিসি-১, কুষ্টিয়া, র্যাব-১২। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল গত ২৪ জুন ২০২৩ ইং তারিখ রাত ১০.০০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পিয়ারাতলা এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার ১২ নং এজাহারনামীয় আসামি মোঃ মোশারফ হোসেন(৪৯), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-বাগোয়ান (টেনশন মোড়), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান,স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।