রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে প্রধানমন্ত্রীর উপহারের নির্মানাধীন ঘর ভাঙলো দুর্বৃত্তরা

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
মুজিববর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন।সেই লক্ষ্য কুষ্টিয়ার মিরপুরে ২০১ টি ঘর নির্মিত হয়েছে। দিবাগত রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চকপাড়া গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ১০ টি ঘরের মধ্য চারটি ঘরের পিলার ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ সময় অনেক ঘরের প্লাস্টার কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে উক্ত নির্মাণ কাজের ব্যাপক ক্ষতি হয়। মঙ্গলবার সকালে উক্ত নির্মাণ প্রকল্পের মিস্ত্রি সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তারা সকালে গিয়ে সেখানে চারটি ঘরের পিলার ভাঙ্গা দেখতে পাই এবং একাধিক ঘরের প্লাস্টার কাটা দেখতে পাই। তারা বলে গত দিন তারা সেখানে সম্পূর্ণ ভালো অবস্থায় ঘর গুলো রেখে গিয়েছিল। পরে তারা আমি পুরো উপজেলা নির্বাহী অফিসার কে জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে ঘটনা স্থলে পরিদর্শ করেন মিরপুর উপজেলা প্রশাসনের টিম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পোড়াদহ চক পাড়াতে ৩৬ টি ঘর নির্মাণের কাজ চলছিল। যার মধ্যে ২৬ টি ঘরের কাজ শেষ হয়েছে। বর্তমানে ১০টি ঘরের কাজ চলছে। আমরা সকাল দশটায় চারটি ঘরের পিলার ও প্লাস্টার ভাঙ্গার কথা শুনতে পেয়ে এখানে এসেছি। বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের দখলে ছিল। সরকার জমিগুলো তাদের দখল থেকে বের করে সেখানে সরকারী আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করেছিল। সেই রেশ ধরেই ঘরগুলো ভাঙ্গা হতে পারে বলে ধারণ ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান। এ প্রসঙ্গে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ জানান গতরাতে অজ্ঞাত কে বা কাহারা সরকারি সম্পত্তি ভেঙে রেখে চলে যায়। এ ব্যাপারে তদন্ত চলছে । উক্ত ঘটনায় মিরপুর থানায় উপজেলা প্রশাসনের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com