সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আয় – ব্যয় হিসাব সম্পর্কিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ই জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় জেলা আইনজীবী সমিতির নতুন ৩য় ভবনের হল রুমে হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় , কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে আইনজীবী সমিতির বিগত ০৬/০৩/২২ থেকে ৩১/১২/২৩ পর্যন্ত ১০ মাসের আয় ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এ্যাড দেওয়ান মাসুদ করিম মিঠু। আয় ব্যয় পর্যালোচনা করে মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এ্যাড. হারুন অর রশিদ, এ্যাড. সুধীর কুমার শর্মা, সুধীর কুমার শর্মা, এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, এ্যাড. আকরাম হোসেন দুলাল এ্যাড. জহুরুল ইসলাম, এ্যাড, মীর আরশেদ আলী, এ্যাড.শেখ আজিজিজুর রহমান, এ্যাড.লোকমান হোসেন বেগ, এ্যাড.নিজামুল হক চুন্নু, এ্যাড.গোলাম মওলা, এ্যাড. সামস তানিম মুক্তি, , এ্যাড.মফিল উদ্দিন মন্ডল, এ্যাড. মোস্তাফিজুর রহমান, এ্যাড.সাইফূর রহমান সুমন । সাধারণ সভাটি উপস্থাপনা করেন এ্যাড.রাজিব আহসান রন্জু। সাধারণ সভায় মৃত আইনজীবীদের পরিবারকে বেনাভোলেন্ট ফান্ডের ৪৪ লক্ষ ৮৫ হাজার টাকা পরিশোধ করা হয়। চলতি বছর সর্বমোট ৪৮ লাখ টাকাসহ গত দুই বছরে প্রায় ১ কোটি টাকা বেনাভোলেন্ট ফান্ডের টাকা পরিশোধ করেন বলে জানানো হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু তার ২ বছর দ্বায়িত্ব পালন কালিন সময় আইনজীবী সমিতি চত্বরে দৃশ্যমান উন্নয়নসহ সাফল্যের নানা দিক তুলে ধরেন। সভাপতি নুরুল ইসলাম দুলাল তার বক্তব্যে বলেন উকালত নামায় এনরোলমেন্ট এর তারিখ থেকে সিনিয়রিটির ভিত্তিতে নাম দেওয়া হয়েছে, আইনজীবীদের উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করা হবে, আধুনিক লাইব্রেরী করা হয়েছে, কনফারেন্স রুম করা হয়েছে বলেও তিনি জানান। সাধারন সভায় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াদুদ, সহসভাপতি শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ এস এম শাতিল মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আবদুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক নাজমুন নাহার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া সিনিয়র সদস্য হয়েছেন এস এম মনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, রাজীব আহসান, আবু আজম। আর জুনিয়র সদস্য হয়েছেন জমিরন খাতুন, তরিকুল ইসলাম, মকলেছুর রহমান, ময়েজুল হক সহ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।