admin
- ৯ সেপ্টেম্বর, ২০২২ / ১৫৯ Time View
Reading Time: < 1 minute
সুদিপ্ত সালাম, ঝিনাইদহ:
একদিন পরেই অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌর নির্বাচন। আইনী জটিলতা কাটিয়ে ১১ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঝিনাইদহে পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।
মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন আব্দুল খালেক। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল ও মিজানুর রহমান মাসুম।
ত্রিমুখী ভোট যুদ্ধে এবার….
এবারের নির্বাচনে নির্বাচনী কৌশল হবে বিজয়ী প্রার্থীর অন্যতম শক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তিন প্রার্থী-ই রয়েছে নিজস্ব ভোট ব্যাংক।। নিজ নিজ অবস্থান থেকে যে যতদূর কাজ করছেন, ততদূর পর্যন্ত ভোট পাবেন বলে আভাস মিলছে। জয়ী হবেন তিনি, ভোট কৌশলে এগিয়ে যিনি।
সাধারণ নাগরিকের প্রত্যাশা প্রার্থী রাজনৈতিক – সামাজিক কিংবা ব্যবসায়ীক ব্যক্তিত্বের যেই হোক ঝিনাইদহ পৌরসভায় নতুন প্রধান হিসেবে তারা তাকেই চান যিনি অবহেলিত পৌরবাসী প্রাপ্য সেবা নিশ্চিত করবেন। বিপদে আপদে পাশে থাকবেন। নতুন প্রজন্মের প্রত্যাশা-নির্বাচিত হোক এমন একজন যিনি নবগঙ্গা নদীকে ঘিরে তৈরি করবেন নতুন ঝিনাইদহ।
শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তৈরি হয়েছে। অভিযোগ উঠছে প্রচারণায় বাধা দেওয়ার এবং ভোট কেনা-বেচার। শেষ মুহুর্তে প্রচারনা চালানোর সময় রাতে স্বতন্ত্র প্রার্থী হিজলের গাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোট কেনার।
নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করে বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচনী গণসংযোগ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি আমার ভোটারদের বাড়িতে গিয়েও হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বি মেয়রের সমর্থকরা। তবে ভোটে আমিই জিতব।’ আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক বলেন,‘স্বতন্ত্র প্রার্থী কালো টাকা দিয়ে ভোট কিনছেন। লোকজন ভাড়া করে প্রচার চালাচ্ছেন,১০দিন ধরে মাংস বিতরণ করা হচ্ছে।’ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, ‘১১ তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত ১২টার পর প্রচারণা বন্ধ করতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’