শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

কে হচ্ছেন নবীনগর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক

Reading Time: 2 minutes

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া:

প্রায় ৮ বছর পর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। দীর্ঘ দিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে পুরো শহর। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ২৭ শে নভেম্বর নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এদিকে সম্মেলনকে ঘিরে উপজেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনে কে হচ্ছেন সভাপতি, আর কে হচ্ছেন সাধারন সম্পাদক- এ নিয়ে জল্পনা কল্পনা চলছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাদের সাথে কথা বলে জানা যায়, সভাপতি হিসেবে বর্তমান সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল এবং সাবেক এমপি ও বর্তমান সভাপতি ফয়জুর রহমান বাদলের নাম রয়েছে জোড় আলোচনায়। সভাপতি হিসেবে দুজনের নাম আলোচনায় থাকলেও ফেইসবুক সূত্র ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে অদ্য পর্যন্ত সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৮ থেকে ১০ জন। তবে এদের মধ্যে জোড় আলোচনায় রয়েছেন বর্তমান সাধারন সম্পাদক এম এ হালিম, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ ও পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাসের নাম। এবিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক এম এ হালিম জানান, সম্মেলনে তিনি প্রার্থী হবেননা। তবে দলের প্রয়োজনে তাকে দায়িত্বশীল পদে হাইকমান্ডসহ যদি নেতাকর্মীরা আবারও চায়, তিনি বঙ্গবন্ধুর একজন সামান্য সৈনিক হিসেবে দলের জন্য আজীবন কাজ করে যেতে চান। আরেক সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার জাকির আহাম্মদ জানান, নবীনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত এবং তৃণমূল আওয়ামীলীগ কে গতিশীল করার লক্ষ্যে তিনি সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি জানান, দলীয় নীতিনির্ধারকরা যদি তাকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন। এছাড়াও সাধারন সম্পাদক পদে অন্য প্রার্থীরা হলেন জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ ও গোলাম শাহরিয়ার বাদল, বর্তমান উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। উপজেলা আওয়ামীলীগের একাদিক নেতার দাবী, এবার স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগ আরও ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত হবে বলেও দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com