মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
এই প্রদর্শনী শুভ সূচনা করলেন প্রদীপ প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে মাননীয় আবাসন বিভাগের মন্ত্রী ইনচার্জ শ্রী অরূপ বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী ও স্বস্তিকা এবং ক্রেডিয়া বেঙ্গলের কর্ণধার সিদ্ধার্থ পানসারি সহ অন্যান্যরা,৫ই আগস্ট, সকাল ১১ টায় সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রদর্শনীতে আগত ডেভলপারদের উপস্থিতিতে এই প্রদর্শনী শুরু হয়, এই প্রদর্শনী চলবে সকাল ১১ টা থেকে রাত্রি নটা পর্যন্ত, ক্রেতাদের সুবিধার্থে, এই প্রদর্শনীতে রয়েছে পঁচিশটিরও বেশি স্টল, একশোরও বেশি সম্পত্তি , এখান থেকে কেতারা পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা অফার এবং বুকিং এর উপর ফাইভ পার্সেন্ট কমিশন, এবং ডেভলপারদের কলকাতা ছাড়া আরও যেখানে যেখানে হাউসিং তৈরি হচ্ছে সেখানে বুকিং এর সুবিধা ও অফার থাকছে,ক্রেডিয়া বেঙ্গল প্রতি বছরই এই সাউথ সিটি মলে , ক্রেতাদের জন্য আবাসনের একটি প্রদর্শনী করে থাকেন, কারণ জাতে ক্রেতারা সুযোগ-সুবিধা পান এবং এক কাছে বিভিন্ন ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু তাই নয় বিভিন্ন সুযোগ-সুবিধে, যাতে পায় তার ব্যবস্থা করে দেন এই প্রদর্শনীর মাধ্যমে। শুধু তাই নয়, হোম ফ্রন্ট ২০২৩, প্রদর্শনী নির্ভরযোগ্য স্বচ্ছতা গুনোমান এবং ডব্লু বি আর ই আর এ ..অনুমোদন কে অগ্রাধিকার দেয়, এছাড়াও এই প্রদর্শণীর মধ্য দিয়ে ক্রেতাদের জন্য একটি লাকি ড্র এর ও সুযোগ দেন, যাতে মিলবে বিভিন্ন উপহার,সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ক্রেডাই বেঙ্গল এর প্রেসিডেন্ট যাহার উদ্যোগে আজকের এই প্রদর্শনী, সিদ্ধার্থ পানসারি , তিনি বলেন আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য হলো, ডেভেলপার ও ক্রেতাদের একত্রিত করা এবং তাদের সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া, শুধু তাই নয় যাতে তারা কোনরকম না ঠকে, এবং সঠিক পথে কোন কিছু কিনতে পারে, এবং একটি আবাসন কিনতে গেলে তাহার কি কি নিয়ম আছে সেগুলি এই প্রদর্শনী থেকে সংগ্রহ করার সুযোগ থাকে।, আজকের এই পদর্শনীতে যাহারা আমাকে সহযোগিতা করেছেন এবং প্রদর্শনীকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দিয়েছেন, আমার তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং যাহারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই । এবং যে সকল ক্রেতারা এই প্রদর্শনী তে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ও বুঝছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ।