শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির জেলা সদরের পুরাতন জিপ স্টেশন শহীদ কাদের সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য প্রদান করেন জেলা প্রশাসন। রবিবার(৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৬/৭টি কাঠের, দরজার, ১টি কীটনাশকের গোডাউন ও অন্যান্য দোকান রয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এই ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোনের টাকা দিয়ে পরিচালনা করে আসছে। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে পুরাতন জিপ স্টেশনের দোকানগুলোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এদিকে, সকাল ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মো. এরফান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের নির্দেশনায়, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২/১২ মোতাবেক ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ৭হাজার ৫০০টাকা এবং ৩০কেজি করে চাউল বিতরণ ও এদের মধ্যে ২দোকান মালিককে ২বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলমসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। সদর উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে অনুসন্ধান করে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে সেই ব্যাপারে অবগত করার জন্য বলেন।
এদিকে, প্রশাসন জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষণিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।