admin
- ২৪ নভেম্বর, ২০২২ / ১২৩ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে মো: সহিদুজ্জামান নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ছিলেন। বুধবার(২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ বিভাগের উপ-সচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে খাগড়াছড়িসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৯সালের ২৫আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি প্রায় ৩বছর ৩মাস দায়িত্ব পালন করেছেন।খাগড়াছড়িরজেলাবাসীর কাছে মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত পর্যটন শিল্পের উন্নয়নসহ মানব সেবক প্রতাপ চন্দ্র বিশ্বাস। জানা যায়, গত ২নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব হিসেবে ১৩জেলা প্রশাসককে(ডিসি) পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে একজন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।