শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানার ২নং হাফছড়ি ইউনিয়নে ইয়াবাসহ ৪জনকে আটক করা হয়। শনিবার(২ফেব্রুয়ারী) রাতে পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, টিম গুইমারা থানার এসআই(নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে সুমন ত্রিপুরা(২৭), পিতা- যুবরাজ ত্রিপুরা, মাতা-দেবী ত্রিপুরা, সাং-বড়পাড়া, ০৭ নং ওয়ার্ড, গোলাবাড়ী ইউপি, থানা-খাগড়াছড়ি সদর, মোঃ নবী হোসেন(২২), পিতা- হাকীম ফারাজী, মাতা-মিনারা বেগম, সাং-জালিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, ০২ নং হাফছড়ি ইউপি, থানা- গুইমারা , মোঃ ইসলাম উদ্দিন(৩৮), পিতা- দেলোয়ার হোসেন, মাতা-চান বানু, সাং- শালবন, ০৬ নং পৌরসভা ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, মোঃ বেল্লাল হোসেন(৩২), পিতা- আঃ গফুর, মাতা- আবেদা খাতুন, সাং- শালবন, ০৬ নং পৌরসভা ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য ।৷ ধজেলাদের হেফাজত ও দেখানো মতে ১৪ (চৌদ্দ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অভিযান পরিচালনাকালে গুইমারার হাফছড়ি ইউপির ১নং ওয়ার্ডের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ছাউনীর ঘর তল্লাশী চালিয়ে আসামীদের বসার স্থানে বিছানা চাদরের নিচে ১টি নেভী সিগারেটের প্যাকেটের ভিতরে রাখা কালো পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় ১৪টি ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য অনমুান ৫হাজার ৬’শ টাকা, জব্দ করে পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আরিফুল আমিন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।