admin
- ১ জানুয়ারী, ২০২৩ / ১৩৩ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বন বিভাগ সেনাবাহিনীর সহযোগিতায় ১২লাখ টাকার সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পান্নাবিল এলাকায় সড়কের অদূরে লুকিয়ে রাখা কাঠের স্তুপের খবর পেয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলার গাড়িটানা বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান।
এসময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জমায়েত করা পরিত্যক্ত অবস্থায় সেগুন ও গামারি(গোল কাঠ) কাঠের রদ্দা(টুকরো) জব্দ করা হয়। আনুমানিক ৭০০ঘনফুট কাঠ, যার বাজার মূল্য প্রায় ১২লাখ টাকা। রাতে গাড়িযোগে এসব কাঠ গাড়িটানা বন বিভাগে সংরক্ষণ করা হয়। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।