বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেঃ সাহাব উদ্দিনকে খাগড়াছড়ির কর্মস্থল থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৫জুন’২৩ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো: আবদুল মালেক এ সংক্রান্ত এক আদেশ প্রদান করেন। ১৮ জুন’২৩ তারিখের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতেই হবে, অন্যথায় অপরাহ্নে এই বদলি আদেশটি স্ট্যান্ড রিলিজ(তাৎক্ষণিক অবমুক্ত) হিসাবে গণ্য হবে বলে উল্লেখ রয়েছে। অভিযোগে রয়েছে তিনি নতুন কর্মস্থলে সরকারের নির্দেশিত সময়ে যোগদান না করে প্রভাব খাটিয়ে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে ১৯জুন’২৩ তারিখেও খাগড়াছড়িতে অবস্থান করছেন। বদলি অর্ডার জনিত বিষয়ে সদ্য বিদায়ী খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেঃ সাহাব উদ্দিন জানান, যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল কর্মস্থলে যোগদানের কথা, বদলি অর্ডার হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের জন্য তিনি কয়েকদিন সময় নিতেই পারেন।