বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর শহর থেকে চুকনগর দলিত হাসপাতাল যাবার একমাত্র রাস্তাটি বেহাল দশা যেন দেখার কেউ নেই । খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ পাশ দিয়ে চলেগেছে চুকনগর দলিত হাসপাতাল,রোড এই প্রায় ১ কিলোমিটার রাস্তা টি দিয়ে দক্ষিণ মাগুরাঘোনা, পশ্চিম মাগুরাঘোনা, মালতিয়া ,দক্ষিণ চুকনগর, সহ চুকনগর সদর পশ্চিমপাড়া ও চুকনগর দাস পাড়া এই ৫ টি গ্রামের মানুষ যাওয়া আসা করে এ রাস্তা দিয়ে। চুকনগর শহর থেকে চুকনগর দলির হাসপাতাল ও চুকনগর ৭১ গণহত্যা বধ্যভূমির যাওয়ার রাস্তা। তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা সহ এলাকার কৃষকের উৎপাদিত ফসল ধান , সবজি ও মাছ বিল থেকে আনা ও নেওয়ার জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে সবাই ব্যবহার করে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন লকডাউনের সময় ভ্যান ইজিবাইক মোটরসাইকেল করিমন সহ সব যানবাহন বাইপাস রাস্তা হিসেব ব্যাবহার করছে। তারা রাস্তাটি দিয়ে চুকনগর দলিত হাসপাতাল সামনে দিয়ে চুকনগর ৭১ গণহত্যা বধ্যভূমির সামনে দিয়ে তারা মালতিয়া ,কাচামালের আড়োট হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উটছে, যার করণে রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি মেরামত না করাই রাস্তাটির অনেক স্থানে ইট উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর সদর ওয়ার্ডে এ রাস্তাটি অবস্থিত । স্থানীয় ব্যবসায়ী চুকনগর পশ্চিম পাড়ার মুরুব্বী আবুল হোসেন, আনোয়ার মড়োল, টিপু সুলতান গাজী , আব্দুস সালাম গাজী, নজরুল গাজী , নুর আলি সরদার, রুহল সরদার, শিরাজ সরদার, আব্দুল খালেক সরদার, শাহাবুদ্দিন সরদার, আরসাদ আলি সরদার , মনিরুজ্জামান মনি, সহেল গাজী, রাসেল শেখ , বলেন দীর্ঘদিন যাবৎ রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হয়ে জনসাধারণের যাতায়াতে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটি আশু সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে জনতে চাইলে ডুমুরিয়ার উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন আমি জেনেছি রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমি অতি দ্রুত রাস্তাটি প্রদর্শন করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ৫ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ প্রতাপ কুমার রায় বলেন , জনদুর্ভোগ লাঘবে বেহাল রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে। চুকনগর সদর ওয়ার্ডের মেম্বার বি এম হবিবুর রহমার হবি বলেন,রাস্তাটি দ্রুত মেরামত করা হবে।