বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
অতি বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া অঞ্চল যখন প্লাবিত হওয়ার আশঙ্কা ঠিক সেই মুহুর্তে বৃহস্পতিবার শোলমারি ১০ ভেন্টের স্লুইস গেটের মুখে বালি ভর্তি একটি বলগেট আড়াআড়ি করে রেখেছে খুলনার এক বালি ব্যবসায়ি। এতে ভাটায় পানি নিষ্কাশনে ব্যাপক বাঁধা সৃষ্টি হচ্ছে। জানা যায়, উপজেলার রংপুর, গুটুদিয়া ও ডুমুরিয়াসহ বিল ডাকাতির পানি নিষ্কাশনের একমাত্র পথ শোলমারি নদী। এই নদী দিয়ে কাজিবাছা নদীতে পানি প্রবাহিত হয়। চলতি বর্ষা মৌসুমে অতি ভারি বর্ষনে এলাকার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। এই সময় শোলমারি ঘাটে ১০ ভেন্টের গেটের মুখে জনৈক এক বালি ব্যবসায়ীর বালি বর্তি বলগেট দাড় করে রাখা হয়েছে। যার কারনে ভাটায় সঠিক ভাবে পানি নিষ্কাশনে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বালি ব্যবসায়ী এনায়েত হোসেন বলেন বলগেটটি ভাটায় বেঁধে গেছে। জোয়ারে সরিয়ে নিবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন, আমি ওই বালি ব্যবসায়ীর সাথে কথা বলেছি সে আমাকে বলেছে দ্রুত সরিয়ে নিচ্ছি।