বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, গাবতলি বগুড়া :
বগুড়ার গাবতলী থানা সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীরা আধঘন্টা সড়ক অবরোধ করে রাখে। উপজেলা শিক্ষা অফিসার তারিকুল আলমের আশ্বাসে শিক্ষার্থীর অবরোধ তুলেনেন। রোববার ১৬ নভেম্বর দুপুর ১ টায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় এই অবস্থান করে। শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের ফলে, বগুড়া, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবী, এইচ.এস.সি পরীক্ষাকেন্দ্র সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, বগুড়া থেকে পরিবর্তন করে গাবতলী মহিলা কলেজ স্থানান্তরের জন্য আবেদন করেন। গাবতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচ.এস.সি পরীক্ষা কয়েক বছর যাবত ১৫ কিলোমিটার দুরে সৈয়দ আহমেদ কলেজে কেন্দ্র দিয়ে আসছে। শিক্ষার্থীরা বলেন, সৈয়দ আহম্মেদ কলেজ কেন্দ্রে যাতায়াত জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও অনিরাপদ। অনেক শিক্ষার্থী যথাসময়ে কেন্দ্রে পৌঁছিতে সমস্যার সম্মুখীন হয়। তাছাড়া, বিশেষ করে ছাত্রীদের নিরাপদ চলাচলে নান্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরীক্ষার স্বাভাবিক মনোসংযোগে বাধা সৃষ্টি করে । গাবতলী মহিলা কলেজ থানা সদরের পাশে এবং পরীক্ষার জন্য উপযোগী। যোগাযোগের সুবিধা, নিরাপত্তা, পরীক্ষার্থীর জন্য অনুকূল। এই কলেজে পরীষা কেন্দ্র স্থানান্তর করা হয়, তা হলে পরীক্ষায় মনোযোগ ও ফলাফল দুই-ই উন্নত ভালো হবে। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের সভাপতি রায়হান রাজ, শিহাব, আদিল, ইউনুস, মুরাদ, সৈকত, শুভ, প্রান্ত রিফাত।