রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

গোপালগঞ্জ ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ মেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জ পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেন।
মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধু মানস কন্যা বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ উদ্যোগ নিয়েছেন। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মানুষ স্বল্প পুঁজি দিয়ে বস্ত্র, পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পের কিছু উৎপাদন করে তা বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা  মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় ৪০ টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য, ক্রাফট্স, ব্লক, বাটিক, বুটিক্স, পাট ও পাটজাত পণ্য, বাঁশের তৈরি বাঁশি ও আসবাবপত্র, পোড়া মাটির সামগ্রী, কসমেটিক্স পণ্য এবং খাদ্যদ্রব্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com