বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান হিরোইনসহ ২জন গ্রেফতার নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪ বিএসটিআই পাবনার অভিযানে ২লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

গৌরনদীতে প্রতিবন্ধী পিতার মাদ্রাসা পড়ুয়া ০৬ বছরের শিশুকে নির্মমভাবে গণধর্ষণের ঘটনার অন্যতম অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তিঃ
১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৮/০৭/২০২৩ তারিখ ২৩.৪০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব-৮, সিপিএসসি (বরিশাল) এর স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ ফয়জুল ইসলাম এর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-২১/১৫৪, তারিখঃ ২৫ জুলাই, ২০২৩ খ্রিঃ; ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা মূলে গৌরনদীতে আলোচিত প্রতিবন্ধী পিতার মাদ্রাসায় প্রথম শ্রেণী পড়ুয়া ছয় বছরের শিশুকে নির্মমভাবে গণধর্ষণের অন্যতম ধর্ষক আমির সরদার (১৭), পিতা-মান্নান সরদার, সাং-পূর্ব ডুমুরিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল গ্রেফতার করে। ঘটনার পর পরই সে বরিশাল হতে পালিয়ে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন তলট সাকিনস্থ জনৈক রমন সরকার (৫০), পিতা-মৃত রুস্তম সর্দার এর বসতবাড়ীতে আত্মগোপন করে। র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, গোয়েন্দা শাখার সহায়তায় তার অবস্থান নির্ণয় পূর্বক উক্ত স্থান হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা। উক্ত শিশু গণধর্ষণের ঘটনার অপর দুইজন ধর্ষণকারীকেও র‍্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার গৌরনদী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com