বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

গ্যাসসহ নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।
শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর শ্যালো মার্কেট, শাপলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এসময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। এসময় মহানগর বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম লাভলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমনসহ মহানগর বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দাবিতে এর আগে জেলা বিএনপি’র আহাবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু’র নেতৃত্বে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারাও শাপলা চত্বর ঘুরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা বিএনপির আহাবায়ক সাইফুল ইসলারে সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিছুর রহমান লাকু, এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আফসার আলী, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, সাখাওয়াত হোসেন শাহান, হারুন অর রশিদ, সাজেদুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হক রানা, মনিরুজ্জামান সুইডেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী, সদস্য সচিব মাও: আব্দুল মমিন জিহাদী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নাই।দেশের মানুষের অধীকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।এই আন্দোলনে জনগনের বিজয় হবে। অতীতে যে ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনতার বিজয় অর্জন করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারের অপশাসন লুটপাটে অতিষ্ট হয়ে উঠেছে। তাদের লুট তারাজের কারনে চাল, ডাল, তেল, চিনি, কৃষি পণ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এই লাগামহীন উর্দ্ধগতিতে মানুষ এখন দুঃখ কষ্টে আছে। এদের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জনগনকে সাথে নিয়ে বিএনপি‘র প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এলক্ষ্যে সংগঠনের বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com