শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
টাকা ছাড়া চাকরি হয় না ,একাধিক দুর্নীতিতে জর্জরিত তৃণমূল, বিরোধীরা প্রায় তৃণমূলকে কটুক্তি করতেও ছাড়ে না, চাকরি দুর্নীতিতে তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক ,নেতা সিবিআই, ইডি দৌলতে গ্রেপ্তার হয়ে সংশোধনাগারে বিচারাধীন বন্দি,, ঠিক উল্টো চিত্র দেখা গেল কোলাঘাট থার্মাল পাওয়ার নেশা নালিস্টিক ঠিকা শ্রমিক ইউনিয়ন অফিসের ভেতরে ও বাইরে পোস্টার, পোস্টার মেরেছে খোদ তৃণমূলের নেতারা, আই এন টি টি ইউ সি নতুন কমিটি এই পোস্টার মারে। পোস্টারে লেখা আছে চাকরির জন্য কাউকে টাকা দেবেন না , একুশে এপ্রিল রাজ্য তৃণমূল আই এন টি টি ইউ সি নতুন ২৯ জনের একটি কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে এই পোস্টার মেরেছেন, যাতে করে কোন মানুষ চাকরির জন্য কারো প্রতারণার ফাঁদে পড়ে টাকা যেন না দেয়,, তারি সতর্ক করার জন্য এই পোস্টার, তবে বিরোধীরা এই পোস্টারকে কেন্দ্র করে ব্যঙ্গ করতে ছাড়েননি, পোস্টার মারা নিয়ে কিছু বললেন আইএন টিটি ইউ সি মোজাম্মেল হক।