বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
উনিশে জুলাই বুধবার দুপুর 1 টায়, ভারতীয় জনতা পার্টির ডাকে, এক মহা মিছিল করলেন এবং বিক্ষোভ দেখালেন, প্রায় দেড় থেকে ২০০০ ভারতীয় জনতা পার্টির সদস্যরা ও কর্মীরা, কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে, মিছিল করে ধর্মতলা রানী রাসমণি রোডে আসেন। এবং সেখানে একটি কুসপুতুল পোড়ান,মিছিলের প্রথম ভাগে ছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জী ,রাহুল সিনহা, প্রিয়াঙ্কা টিউটোরিয়াল ,রুদ্রনীল ঘোষ ,সজল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা ও মহিলা নেতৃবৃন্দরা।এই মহা মিছিলের ফলে চতুর্দিকে রাস্তার যানজট হয়ে পড়ে ,গাড়ি-ঘোড়া আটকে যায় ধর্মতলায়,মিছিলে বারে বারে একটা কথাই শোনা যায়, গণতন্ত্রের নামে ভোট লুট ছাপ্পা রেগিং করে এবং সাধারণ মানুষকে মেরে, পঞ্চায়েত, নির্বাচন করেছে ও ভোটে জিতেছে আমরা এর ধিক্কার জানাই, আমাদের দেশের মুখ্যমন্ত্রী গুন্ডাবাজি করে, কমিশনার খুন করার সুযোগ দিয়েছে, তবে একটা কথা জেনে রাখা দরকার ভারতীয় জনতা পার্টির ছেলেরা পিছুপা হয় না। এবং তারা প্রাণের ভয়ে দল ছেড়ে অন্য দলে যায় না। যত মারবে তত দলের ক্ষমতা বাড়বে। তবুও বিজেপির ছেলেরা পিছুপা হয় না আজ আবারও একবার প্রমাণ করে দিলাম। তবে গুন্ডাবাজি করে বেশি দিন রাজত্ব টিকিয়ে রাখা যায় না, গ্রামে গিয়ে অনেক বড় বড় কথা বলে এসেছেন শান্তিতে ভোট ন্যায্য ভোট এবং নিজের ভোট নিজেরা দেওয়ার জন্য কিন্তু তার ফল কি দেখলো, কেন জেতার জন্য ছাপ্পা ভোট দিতে হলো কেন নাগরিকেরা ভোট দিতে পারেনি, কেন প্রার্থীদের ধরে ধরে মারা হয়েছে, কেন সাধারন মানুষকে খুন হতে হয়েছে এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন না, কারণ খুনের আসল নায়ক অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায় আর খুন করার পাশে রয়েছেন নির্বাচন কমিশন, তাই আজও এই মিছিলে প্রমাণ করে দিয়ে গেলাম যতই গুন্ডাবাজি করে ভোট হোক বিজেপিকে রুখা যাবেনা, আমরা আছি থাকবো।আমরা কোন মানুষকে বাড়িছাড়া করতে দিইনি, আমরা এমন একটি দল যা সাধারণ মানুষের পাশে আছি, প্রতিমুহূর্তে থাকবো। যদি সাহস থাকে খুন খারাপী লুট না করে জিতে দেখাক। কেউ কেউ খুনি মমতা বলে আখ্যা দিলেন, খুনি নির্বাচন কমিশন, খুনি অভিষেক ব্যানার্জি।