জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ :
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন এর ডাকরাগ্রামে গত ১৭ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সহিংসতায় বাড়িঘর ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, গত দুই বছর আগে ডাকরাগ্রামের রুপবান বেগম(৬০) তিনি একই গ্রামের মৃত গোফফার আলীর কনিষ্ঠ পুত্র আ: হালিম এর নিকট হইতে তার বসত ভিটার অংশের ৬ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু আ: হালিম এর অন্যান্য অংশীদারগণ (বড় ভাই) অভিযোগ করে বলেন, জমিটুকু আমার কাছে বিক্রি করার কথা বলে টাকা নিয়েও আমি ও আমার অন্যান্ন ভাইদের কাউকে না জানিয়ে গোপনে আ: হালিম এর কাছ থেকে জমি লিখে নেয়া হয়েছে।পরবর্তীতে আমরা রেজিষ্ট্রেশন খরচ নিজেরা বহন করার শর্তে তাদের কাছে ছোট ভাইয়ের বিক্রিত জমি ফেরত চাইতে গেলে তারা সেটা দিতে অস্বীকার করে। এই বিষয়ে আঃ হালিম এর এক ভাই হারুন আলী বলেন,ছোট ভাইয়ের কাছ থেকে জমি কিনে নিয়েছে,আমরা এই বিষয়ে আদালতে পিটিশন করি। পিটিশন করার পর রুপবানের কাছে উকিল নোটিশ আসে। কিন্তু তারা সেই নোটিশের উত্তর না দিয়ে, জোরপূর্বক জমিতে খুঁটি দেয়,আমাদের বসতঘর ভেঙে দেয় এবং রাতে আগুন জ্বালিয়ে দেয়। সে সময় আমাদের চিৎকারে প্রতিবেশী যুবরাজ ও নাজিরুল সহ কয়েকজন এসে আমাদের রক্ষা করে। এ বিষয়ে চায়না বেগম বলেন,আমাদের বাড়িতে হামলার সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা মিমাংসা করতে আসে কিন্তু রুপভানের ভাই আমাদের বাড়ীর ও প্রতিবেশী যারা আমাদের সহযোগিতা করতে আসে তাদের সবার নামে মিথ্যা মামলা করে দুইজনকে ধরিয়ে দেয়,আমরা এগারো জন জামিন নিয়ে আসলেও রুপভানের লোকজন আমাদের মেরে ফেলার হুমকি দেয়,আমরা জামিন নিয়েও তাদের ভয়ে বাড়ি থাকতে পারিনা,আমরা এর সুষ্ঠ বিচার চাই। এই বিষয় অভিযুক্ত রুপবান বলেন,আমাদের রাস্তার দরকার যার কারনে আমরা রাস্তা দখল করতে যাই।আর কোর্টের পিটিশনের ব্যাপারে বলেন,আমাদের কাছে উকিল নোটিশ এসেছিল কিন্তু আমরা তার উত্তর দেইনি। এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার,এস আই মোঃ শামীম আল মামুন বলেন,এই বিষয়ে মামলা রুজু হয়েছে দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে,আর বাকিরা জামিনে মুক্ত রয়েছেন।