বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শহিদুল ইসলাম খুলনা :
খুলনার ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে, জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। রবিবার (১৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে উপজেলার সাহস ইউনিয়নের জয়খালি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয় । ডিবি পুলিশ সুত্রে জানাগেছে,মাদক বেচাকেনার গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারর করা হয়। এরপর তাদের কাছে থাকা ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা হলেন ডুমুরিয়া থানাধীন ভান্ডারপাড়া এলাকার ইব্রাহিম গাজীর ছেলে মোঃ একরামুল গাজী)(৩১) ও জামাল উদ্দিন ফকিরের ছেলে রুহুল আমিন ফকির (২৬)। জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই ইন্দ্রজিৎ মল্লিক জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের তিনি নিজে বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া আসামি একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।