বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ ইমন, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা একাশিপাড়া গ্রাম থেকে চোলাইমদসহ আমির হোসেন (৪৯) নামের এক চোরকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমির হোসেন মহেশপুর উপজেলার সেজিয়া উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।