বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

News Headline :
মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু দুর্নীতির আর ঘুষ বানিজ্যের অভিযোগ আরডি’এ অথরাইজড অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান রাজশাহীতে নার্সিং পরিক্ষা বানিজ্যের অভিযোগ রেজিস্ট্রার হালিমা ও ডেপুটি রেজিস্ট্রার নিলুফার বিরুদ্ধে তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা পাবনা র‌্যাবের অভিযানে ৭টি ডাকাতিসহ ১৫ টি মামলার আসামী হাবিপ্রবিতে জোরপূর্বক মাঠ দখল-টুর্নামেন্ট বন্ধ কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ২০ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম

ডায়েরিয়া আক্রান্ত হয়ে রামেকে ভর্তি রোগীদের অধিকাংশই শিশু-বৃদ্ধ

Reading Time: 3 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে বর্ষাকালেও বৃষ্টি নেই বললেই চলে। সেই সাথে সূর্য্য খারাভাবে কিরণ দেয়ায় রোদের তীব্রতাও বেড়েছে কয়েকগুণ। ফলে ভ্যাপশা গরমে রাজশাহীর জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই তীব্র গরমে বরেন্দ্র অঞ্চলে ডায়েরিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া রোগীর অধিকাংশ শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে সূর্য্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করায় এশিয়ার অধিকাংশ দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বর্ষার এই মৌসুমে বাংলাদেশেও এর যথেষ্ট প্রভাব পড়েছে। ফলে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। রাজশাহী বরেন্দ্র অঞ্চল হওয়ায় এমনিতেই বৃষ্টিপাত কম হয়। তার মধ্যে সূর্য্য সরাসরি বিষুবরেখায় অবস্থান করায় বৃষ্টির দেখা মিলছেনা রাজশাহীতে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে- চলতি মাসের গত ১৭ দিনে হাসপাতালে ১ হাজার ৩৭২ জন রোগী ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জুলাই মাসের ১ তারিখে হাসপাতালে সর্বোচ্চ ৪৫ জন শিশুসহ ১৩০ জন রোগী ভর্তি ছিলো। ওই দিন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ২৩ শিশুসহ ৪৮ জন, ২ জুলাই ১৯ শিশুসহ ৪৫ জন (চিকিৎধীন ছিল ১১৯ জন), ৩ জুলাই ১৬ শিশুসহ ৪৬ জন (চিকিৎধীন ছিল ১২৮ জন), ৪ জুলাই ১৬ শিশুসহ ৩০ জন (চিকিৎসাধীন ছিল ১০৭ জন), ৫ জুলাই ২২ শিশুসহ ৫৮ জন (চিকিৎসাধীন ছিল ১১৩ জন), ৬ জুলাই ১১ শিশুসহ ৪৪ জন জন (চিকিৎসাধীন ছিল ১২৭ জন), ৭ জুলাই ১৪ শিশুসহ ২২ জন জন (চিকিৎসাধীন ছিল ১০৬জন), ৮ জুলাই ১৬ শিশুসহ ৪০ জন জন (চিকিৎসাধীন ছিল ৬১ জন), ৯ জুলাই ৩৩ শিশুসহ ৫৭ জন জন (চিকিৎসাধীন ছিল ৭৯ জন), ১০ জুলাই ৫ শিশুসহ ১৫ জন জন (চিকিৎসাধীন ছিল ৬০ জন), ১১ জুলাই ৯ শিশুসহ ১৯ জন জন (চিকিৎসাধীন ছিল ৪৭ জন), ১২ জুলাই ১৩ শিশুসহ ২৯ জন জন (চিকিৎসাধীন ছিল ৬৬ জন), ১৩ জুলাই ৮ শিশুসহ ২৬ জন জন (চিকিৎসাধীন ছিল ৮১ জন), ১৪ জুলাই ১২ শিশুসহ ৩১ জন জন (চিকিৎসাধীন ছিল ৭৮ জন), ১৫ জুলাই ৮ শিশুসহ ২৩ জন জন (চিকিৎসাধীন ছিল ৭০ জন), ১৬ জুলাই ৫ শিশুসহ ২১ জন জন (চিকিৎসাধীন ছিল ৬৮ জন) এবং গত রবিবার (১৭ জুলাই) ১৪ শিশুসহ ৩২ জন (চিকিৎসাধীন ছিল ৮৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছিল।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়েরিয়ায় আক্রান্ত্র শিশুদের আলাদা করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ভর্তি হওয়া শিশুদের কেউ কয়েকদিন থেকে হাসপাতালে ভর্তি রয়েছে। দ্রুত ডায়েরিয়া নিয়ন্ত্রণে না আসায় বেশ কয়েকদিন ধরেই আক্রান্ত শিশুদের নিয়ে বাবা-মায়েরা হাসপাতালে বেডে কিংবা মেঝেতে অবস্থান করছেন।
ডায়েরিয়ায় আক্রান্ত মোহনপুর উপজেলার দোবাঘাটা এলাকার নুপুর খাতুন তার ৪ বছরের শিশু লামিয়াকে শিশু ওয়ার্ডের ডায়েরিয়া কর্ণারে ভর্তি করিয়েছেন। কিন্তু ডায়েরিয়া একটু কমে আসলেও বর্তমানে এখন তার শিশু আমাশয়ে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। এমনিভাবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রায় রোগীই দ্রুত ডায়েরিয়া থেকে সুস্থ হয়ে উঠছে না।
রামেক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মোহাইমেনুল হক আতিক বলেন, ‘প্রচন্ড গরমের কারণে রাজশাহী অঞ্চলে শিশু ও বৃদ্ধরা ডায়েরিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এর অধিকাংশ শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ রোটা ভাইরাসে আক্রান্ত হলে এই ডায়েরিয়া থেকে শিশুরা দ্রুত সুস্থ হয় না। আর হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুর সুস্থ হতে সময় লাগছে। তিনি আরও বলেন, রাজশাহীতে চলতি মাসে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে। তাছাড়া সূর্য্যের তাপও বেশ তীব্র। এই সময়ে শিশু কিংবা বয়স্কদের ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই গরমে সবাইকে নিয়মিত ব্লাড প্রেসার চেক করার পাশাপাশি মাংসের পরিমাণ একেবারে কমিয়ে দিয়ে ফল ও শাকসবজি বেশি বেশি করে খাওয়া উচিত।
এদিকে রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানায়, বিশ^ব্যাপী অধিক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণের ফলে ওজন স্ত্রর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার প্রভাব রাজশাহীতেও পড়েছে। এজন্য বর্ষা মৌসুমেও তাপমাত্রা তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘এখন পর্যন্ত চলতি মাসের ১৪ জুলাই সর্বোচ্চ ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পরের দিন ১৫ জুলাই তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস, গত শনি (১৬ জুলাই) ও রবিবার (১৭ জুলাই) রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও গতকাল সোমবার (১৮ জুলাই) তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ১০ ডিগ্রী সেলসিয়াস।
রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘তীব্র গরমের কারণে রাজশাহী অঞ্চলে ডায়েরিয়ার প্রকোপ একটু বেড়েছে। জায়গার সংকুলানের কারণে অনেক সময় কোনো রোগ মহামারী আকারে দেখা দিলে আমরা চাহিদা অনুযায়ী রোগীদের জায়গা দিতে পারি না। তবে ডায়েরিয়া রোগী বর্তমানে যে পর্যায়ে রয়েছে তাতে চিকিৎসা সেবা দিতে খুব বেশি বেগ পোহাতে হচ্ছে না। ডায়েরিয়ার প্রকোপ আরো বেড়ে গেলেও আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি, চিকিৎসা সেবা প্রদানে তেমন কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com