শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

দিনাজপুরে ৪০পিস ফেন্সিগ্রীব মোটরসাইকেল সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,দিনাজপুর:
দিনাজপুরে ৪০ পিস ফেন্সিগ্রীব একটি গ্ল্যামার মোটরসাইকেল সহ এক মাদক কারবারীকে আটক করেছে গ্রাম্য পুলিশের সদস্যরা। আইহাই গ্রাম থেকে আসা রাস্তায় চেকপোষ্টে তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। মাদক বিরোধী অভিযানে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় আমদানী নিষিদ্ধ ৪০পিস ভারতীয় ফেন্সিগ্রীব সহ মোঃ হাফিজুর(৪৫) এক মাদক কারবারীকে আটক করেছে কোতয়ালী পুলিশ।দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা এর সঠিক দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের চলমান প্রক্রিয়ায় দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্য মোঃ তানভীরুল ইসলামের তত্বাবধানে দিনাজপুর কোতয়ালী থানার এস আই ইমামের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের দাফাদার মোঃ আইয়ুব আলীর সহযোগিতায় আই হাই গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ হাফিজুর কে লাল গ্লামার ১২৫ সিসি মটর সাইকেল এবং প্লাস্টিকের এক মোড়ানো বস্তায় ফ্রেন্সিগ্রীব সহ ছিটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত ৪০পিস ভারতীয় ফেন্সীগ্রীব সহ তাহাকে গ্রেপ্তার করে।প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় সকাল বেলায় এক টিপ ফেনসিডিল স্পটে পৌঁছে দিয়ে আসেন,দ্বিতীয় টিপে আই হাই গ্রামের চলন্ত রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম্য পুলিশ তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন গ্রাম পুলিশের সদস্যরা। এ বিষয়ে মোঃ আইয়ুব দাফাদারকে অভিযানের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা সংবাদ পাই সন্দেহ ব্যক্তিদের তল্লাশি চলা কালে আইহাই থেকে কমলপুর মুখি আসে মোঃ হাফিজুর তার কাছে থাকা ফেন্সিগ্রীব সহ মটরসাইকেল পরিষদে নিয়ে আছি,আমি কোনো মাল গুনেনি যা পেয়েছি সব এগুলোই থানায় দিয়েছি বলে মোঃ আইয়ুব আলী দাফাদার,এবং স্থানীয় জনগণের মনে প্রশ্ন এতগুলো ফেনসিডিল কোথায়। হাফিজুল হচ্ছে কেরিং মেন এবং প্রকৃত মালের মালিক হচ্ছে বাবলু,চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা জানতে চাইলে তিনি বলেন থানায় খবর দিয়েছি থানার পিকআপ আসতেছে,দক্ষিণ কোতয়ালীতে মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে থাকা এস আই ইমামের সাথে কথা বললে তিনি জানান আসামীর সঙ্গে একটি গ্ল্যামার লাল মোটরসাইকেল ভারতীয় নিষিদ্ধ ৪০পিস ফ্রেন্সিগ্রীব পাওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com