শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
Reading Time: 2 minutes
দিলীপ ঘোষর কুরুচিকর বক্তব্যে নিন্দার ঝড়।
পশ্চিমবঙ্গ থেকে বিশেষ প্রতিনিধি:
নির্বাচনের মুখে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ, এমন অভিযোগ করে প্রতিবাদে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। বুধবার টুইটারে দিলীপের বক্তব্যের ভিডিও পোস্ট করে ধিক্কারে শিকার হন জোড়াফুল শিবির। ওই ভিডিওতে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ।
এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষবাবু ছাড়া আর কারো থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে BJP নেতারা মহিলাদের সম্মান দিতে জানে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২ মে।’
উল্লেখ্য, অতীতেও নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। একুশের ভোটযুদ্ধে তৃণমূলনেত্রীকে প্রায় রোজদিনই নিশানা করছে পদ্মশিবির। পাল্টা আক্রমণ শোনাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, এদিন কাঁথির সভায় মোদী বলেন ‘পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন দরকার। বাংলার কোণায় কোণায় একই আওয়াজ শোনা যাচ্ছে। ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে।’ তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন, আমফানের টাকা কারা লুঠ করল? কারা চাল চুরি করল? যখন প্রয়োজন হয়, তখন দিদিকে দেখা যায় না। যখন ভোট আসে তখন তিনি বলেন সরকার দুয়ারে দুয়ারে। এটাই ওঁর খেলা। শিশুরাও আপনার খেলা বুঝে গিয়েছেন।’
অন্যদিকে, এদিন কাঁথির সভায় মোদী বলেন ‘পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন দরকার। বাংলার কোণায় কোণায় একই আওয়াজ শোনা যাচ্ছে। ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে।’ তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন, আমফানের টাকা কারা লুঠ করল? কারা চাল চুরি করল? যখন প্রয়োজন হয়, তখন দিদিকে দেখা যায় না। যখন ভোট আসে তখন তিনি বলেন সরকার দুয়ারে দুয়ারে। এটাই ওঁর খেলা। শিশুরাও আপনার খেলা বুঝে গিয়েছেন।’
এদিনের সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় দরকার বিজেপি সরকার। তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। দিদির খেলা ধরা পড়ে গিয়েছে। বাংলার মানুষ আপনাকে দরজা দেখাবে। বাংলার মানুষ কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’ বক্তৃতার মাঝে প্রায়ই ‘দিদি, ও দিদি’ বলে মন্তব্য করেন মোদী।তাই ভোটের আগে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে মনে করেন রাজনৌতিক বিশ্লেষকগণ।