শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণ এবং পাহাড় ধ্বসের আশঙ্কায় ঝুকিপূর্ণ পাহাড় থেকে নিরাপদ স্থানে সরে যেতে সচেতনতামূলক প্রচার প্রচারণা ও মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
শনিবার(১৮ জুন) দীঘিনালা উপজেলার বেতছড়ি, রশিকনগর, মেরুং এবং লেবু বাগান এলাকায় এ জন-সচেতনতামূলক মাইকিং করা হয়। এসময় ঝুকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়। দীঘিনালায় অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা ও সাময়িক জলাবদ্ধতার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।জানা যায়, উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকাগুলোর রাস্তা-ঘাট বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং করছে রোভার স্কাউট সেচ্ছাসেবীরা। দীঘিনালার ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় ইউনিয়নের নিচু এলাকাগুলোতে পানি উঠে রাস্তাঘাট, বাড়িঘর ও দোকান তলিয়ে যায়। আষাঢ় মাসের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে।
তবে ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য মেরুং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, উপজেলায় বন্যার সম্ভবনা রয়েছে তবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। সচেতনতামূলক মাইকিং এ সহযোগিতায় ছিলেন, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা আক্তার লাকী এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সদস্য সোহানুর রহমান।