শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
পাবনা পবিত্র ঈদ উল আযহা-র ঈদের নামায অনুষ্ঠিত
এস এম আলম, পাবনা: পাবনায় পবিত্র ঈদ উল আযহা-র ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে এবং বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয় কাচারী জামে মসজিদে। এছাড়াও পুলিশ লাইন মসজিদ, পাবনা আরিফপুর সদর গোরস্থান মাঠ, পাবনা জেলা স্কুল মাঠ সহ বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়। কাচারী জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। নামাজ পরবর্তী পশু কোরবানী করা হয়।
ত্রিপুরারী দেবনাথ তিপু মাধবপুর :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল- আযহা।
বৃহস্পতিবার ২৯ জুন পবিত্র ঈদুল আযহার উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান ঈদের নামাজ আদায় করেন এবং উপজেলার সর্বত্র মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা ও সালাম জানান। সেই সাথে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আজকের ঈদের দিনকে কেন্দ্র করে উপজেলাবাসীর প্রতি কিছু অনুরোধ জ্ঞাপন করেন। বিশেষ করে আজকের এই দিনে সকল অভিভাবক যেন তার সন্তানকে মোটরসাইকেল বেপরোয়া না চালায় সেদিকে খেয়াল রাখতে এবং উশৃঙ্খলা পূর্ণ সাউন্ড বক্স ব্যবহার করে পিকআপ গাড়ি নিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান করেন।