রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,রংপুর:
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বামজোটের পদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে নগরীর প্রেসক্লাব এলাকা থেকে পদযাত্রাটি বের হয়ে জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার ঘুরে কাচারী বাজারে গিয়ে শেষ হয়। পরে কাচারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।এতে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য আতিয়ার রহমান, কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কাফি সরকার, মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ। এসময় বাসদের দুই দল ও কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কথা মূভে বললেও তারা পূর্বের ২০১৪ ও ২০১৮ সালের মত আরও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। এতে মানুষের ভোট দেবার ন্যুনতম গণতান্ত্রিক অধিকারটুকুও কেড়ে নেয়া হবে। দেশে গণতন্ত্রের নামে লুটপাট, দুর্নীতি, সিন্ডিকেট বাণিজ্য ও অর্থ পাচার হচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। রির্জাভ ফান্ড কমে আসছে। দেশে নতুন কোটিপতির সংখ্যা বাড়লেও বর্তমানে দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সিন্ডিকেটকে ভাঙ্গা তো দূরের কথা সরকার তাদেরকে রক্ষা করছে। এতে চাল, তেল, চিনি, ডাল, সাবান,সার, ঔষধ সহ নিত্যপন্যের দাম বাড়ছে। তাই জনগণের নিজের স্বার্থেই এই সরকারকে বিদায় করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা ও বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।