শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া :
আগামী ৩ জুন বগুড়ায় জেলা যুবলীগের যুব সমাবেশ সফল করার লক্ষে ধুনট উপজেলা যুবলীগের এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় চত্বরে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, ওহিদুল ইসলাম, নাজমুল হক, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, রেজাউল করিম, আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মুহিত চাঁন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, সহ-সম্পাদক সুজন শেখ, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক চপল মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন, নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি কোয়েল আহমেদ, এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, চিকাশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কাদের জিলানী, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম চপল, ধুনট সদর ইউনিয়নের সভাপতি আলামিন বিশ্বাস, চৌকিবাড়ী ইউনিয়নের সভাপতি মিল্টন আজিজ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমূখ। সভায় সকলে মিলে কিভাবে আগামীতে জেলা যুব সমাবেশ সফল করা যায় তার বিস্তারিত দিক তুলে ধরেন ও একাত্মত ঘোষণা করেন।