মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনটে ভারতীয় উপমহাদেশের কেন্দ্রীয় জীবানন্দ মঠ আয়োজিত মহাযোগী শ্রীমৎ স্বামী ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজ ও ক্ষেপী মাতা নন্দ ঠাকুরাণীর ৭০ তম তিরোধান দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় জীবানন্দ মঠের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি জাতির পিতার উদ্ধৃতি দিয়ে বলেন,ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম হীনতা নয়। তিনি আরও বলেন,হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, যার যার ধর্ম তারা পালন করবে। এটিই গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। মনে রাখতে হবে ধর্ম যার যার দেশটা সবার।
মানব ধর্মের প্রচারক সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার সাহা’র আমন্ত্রনে- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা সহ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ।
উল্লেখ্য গত ১২/০১/২২ তারিখে সময়ের আলো পত্রিকা সহ আরোও অনেক জাতীয় পত্রিকায় এই কেন্দ্রীয় মঠ সম্পর্কে আমার লেখা রিপোর্ট প্রকাশিত হয়েছিলো।