রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
ধুনট উপজেলার ভূট্টা ব্যবসায়ী রফিকুল ইসলামের ১৫ লাখ টাকা উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। ১০ জুন শনিবার সন্ধ্যায় সদর থানায় উদ্ধার হওয়া ১৫ লাখ টাকা ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে তুলে দেয়া হয়। ব্যবসায়ী রফিকুল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে।
ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, নীলফামারী এলাকায় ভূট্টা কিনতে এসে ১০ জুন শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় এক চায়ের দোকানে ভুলে ব্যাগ রেখে চলে আসি। ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হারিয়ে যাওয়া ব্যাগে ১৫ লাখ টাকাসহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। ব্যাগ হারানোর পর জরুরী সেবা ৯৯৯-এ ফোন করি। পরে নীলফামারী সদর থানার ওসি ও পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে আমার হারানো ব্যবসার টাকা ফিরে পেয়েছি। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বেলা ১১টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে তৎক্ষণাৎ আমরা একটি টিম পাঠাই৷ পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪ ঘন্টা পর বিকেল ৩টার দিকে চায়ের দোকানদার জবেদ আলীর বাড়ি থেকে টাকার ব্যাগটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় সদর থানার সবার সামনে প্রকৃত মালিক ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে সম্পূর্ণ টাকাসহ ব্যাগ হস্তান্তর করা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডলসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ধুনটের ব্যবসায়ী নীলফামারীতে গিয়ে ১৫ লাখ টাকা হারিয়েছে এমন তথ্য আমার জানা নেই।