শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁর মান্দায় খোলা টেন্ডারের মাধ্যমে ভিপি পুকুর ইজারা নিয়েও দখল পাচ্ছে না ইজারাদার আব্দুস সালাম। আব্দুস সালাম উপজেলার প্রসাদপুর ইউপির চকরাজাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। জানা যায় উপজেলার ৭নং প্রসাদপুর ইউপির পার ইনায়েতপুর মৌজার খতিয়ান নং ৪ দাগ নং ১২১৪ পরিমাণ ৭০ শতক পুকুর লিজ নিয়েও দখল না পাওয়ার অভিযোগ করেছেন আব্দুস সালাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯/০৩/২২ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভূমি অফিস হতে ওপেন টেন্ডার মাধ্যমে ২৯ জন দরপত্র আহবান কারীর মধ্যে সর্বোচ্চ ১ লক্ষ্য ৮৪ হাজার টাকার ডাক হয়। যা সরকারি ১০ শতাংশ আয়কর ১৫ শতাংশ ভ্যাট সহ ২ লক্ষ্য ৩০ হাজার টাকায় ৩ বছরের জন্য ইজারা প্রাপ্ত হয়ে ভোগ দখলের অনুমতি পান আব্দুস সালাম।
কিন্তু বর্তমানে সালামের ইজারা প্রাপ্ত ভিপি পুকুরে, জনৈক শ্রী উজ্জ্বল সরদার, পিতা বিশ্বনাথ কুমার গ্রাম- পার ইনায়েতপুর, সরকারি নিয়ম বহির্ভূতভাবে পুকুরটি নিজ মালিকানা দাবি করে বিভিন্নভাবে হুমকি ধামকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে পুকুর দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
এ ঘটনায় ওই পুকুরের মালিকানা দাবীদার ব্যক্তি শ্রী উজ্জ্বল কুমার জানান, পুকুরটি আমার বাবা বিশ্বনাথ সরদারের ক্রয় কৃত সম্পত্তি, ইতোপূর্বে পুকুরটি সরকার কর্তৃক লিজ দিয়ে আসছিল, কিন্তু গত ৩০ শে চৈত্র লিজের মেয়াদ শেষ হওয়ার পরে আমারা দখলে নিয়ে মাছ ছেড়েছি, কিন্তু সেই মাছ তারা আজকে ধরে নিয়েছে।
এমত অবস্থায় বর্তমান ইজারাদার ভুক্তভোগী আব্দুস সালাম জানান, লিজ নেওয়ার পরে পুকুর পরিচর্যার জন্য গেলে আমাকে বারবার বাধা প্রদান করে আসছে একটি মহল। নিরুপায় হয়ে উপজেলা কমিশনার (ভূমি) বরাবর, লীজকৃত পুকুর বুঝিয়া পাওয়ার জন্য একটি লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, পুকুরটি সরকারের দখলে রয়েছে, সেই জন্য ওপেন টেন্ডারের মাধ্যমে লিজ দেয়া হয়েছে। লিজকৃত ব্যক্তিই পুকুর চাষ করবেন এটাই স্বাভাবিক।