শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁ মান্দায় রবিবার বেলা ৪টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের মোফাজ্জল হোসেন। ভুক্তভোগী পরিবার সাংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা ও সঠিক বিচারের দাবি জানিয়েছে।সাংবাদ সম্মেলনে কাঁশোপাড়া ইউনিয়নের তুলসী রামপুর গ্রামের মোজাফফর হোসেন জানান, পারিবারিক সূত্রে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছে। উক্ত বিরোধের জের ধরে ০২/০৮/২১ তারিখ দুপুর ১টার সময় কিছু সন্ত্রাসী আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার বাড়ি ভাংচুরসহ আমার উপর অতর্কিত ভাবে জীবননাশের চেষ্টা করলে প্রতিহত করতে গিয়ে আমার হাত ভেঙে যায় এবং পরিবারের অন্যান্য সদস্য জখমের শিকার হয়। ফলে গত তারিখে মান্দা থানায় মামলা দায়ের করি যার নাম্বার ১৮। মামলা দায়ের পর থেকে আসামিদের অর্থনৈতিক অবস্থা ও শক্তিশালী হওয়ায় প্রতিনিয়ত জীবননাশের চেষ্টা করছে। আমার পৈত্তিক সম্পতিতে বাড়ি বানিয়ে দীর্যদিন থেকে বসতকরে আসছি। হঠাৎ গত ০২/০৭/২১ইং তারিখে ৪/৫টা মোটরসাইকেলে ১২ জন সন্ত্রাসী জোহরের নামাজের সময় তুলশিরামপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালায়। আমার হাত সহ পরিবারের অন্যান্য সদস্যদের জখম করে বাড়িঘর ভাংচুর করে এবং জায়গা না ছাড়লে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।পরে স্হানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। চিকিৎসা শেষে ০৯/০৮/২১ইং তারিখে মান্দা থানায় মামলা দায়ের করি।মামলার সময় চিকিৎসার কাগজ পত্র দাখিল করি।দাখিলকৃত কাগজ কোর্টে না পৌচ্ছায় আসামীগন জামিনে আসেন। জামিনে এসে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে দেখা নিবে বলে অবিরত হুমকি প্রদান করে ও মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে।এতে করে ভুক্তভোগী পরিবার অনিরাপত্তাতে দিনপাত করছে। সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবী করেন পরিবারটি হতদরিদ্র মানুষ হওয়াই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সরকারের কাছে আমার নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।