শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অভ্যন্তরে তামার তার চুরির সময় রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ১৬ নভেম্বর,মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুচলেকা দিয়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। ইতোপূর্বে ওই যুবক আরও কয়েকবার বরেন্দ্র অফিসে চুরি করেছে বলে জানা গেছে। রুবেল হোসেন নওগাঁ পৌরসভার আনন্দনগর পশ্চিমপাড়া মহল্লার আবু বক্কর সিদ্দিকের ছেলে। একাধিক টেকনিশিয়ান ও আনসার সদস্য জানায়, অফিসের অভ্যন্তরের পশ্চিম পাশে ওয়ার্কশপ। ওই ওয়ার্কশপের পাশেই টেকনিশিয়ানদের থাকার ব্যবস্থা। প্রতিদিন কাজ শেষে নষ্ট হয়ে যাওয়া ট্রান্সফরমার থেকে তামার তার বের করে ওয়ার্কশপে তালাবন্ধ করে রাখা হয়। শুক্রবার সকালে ওয়ার্কশপের পাশে কিছুর তামার তার পড়ে ছিল। আনসার সদস্যদের কড়া সর্তকতা থাকায় সেদিন মালামাল চুরি করতে পারেনি। সোমবার রাত আড়াইটার দিকে ওয়ার্কশপে শব্দ হওয়ায় পাশে থাকা টেকনিশিয়ানরা ঘর থেকে বেরিয়ে রুবেল হোসেনকে আটক করেন। প্রায় ১৪ কেজি ওজনের তামার তার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে। যার বাজারদর আট হাজার ৪০০ টাকা। নওগাঁ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান (বাবলু) মুচলেকা নিয়ে তাকে স্ত্রী নুরজাহান বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ধরেও চোরকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে টেকনিশিয়ান জোনহাস ও প্রদীপ বলেন, রাতের কোনো এক সময় উত্তর-পশ্চিম দিক দিয়ে বরেন্দ্র অফিসের দেওয়াল টপকে ভেতরে ঢুকে রুবেল হোসেন। পরে তাকে আটক করা হয়। ইতোপূর্বেও কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী বলেন, আটকের পর পুলিশে অবগত করা হলে তাকে কাউন্সিলরের নিকট সোপর্দ করার পরামর্শ দেওয়া হয়। এরপর কাউন্সিলরের নিকট তাকে সোপর্দ করা হয়। এ ব্যাপারে নওগাঁ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান (বাবলু) বলেন, এসব ছোট-খাট চোর নিয়ে আমরাও বিব্রত। থানা পুলিশও তাদের নিতে চায় না। পরে আর চুরি করবে না মর্মে মুচলেকা নিয়ে স্ত্রী জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল হক বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ঐ বিষয়ে আমরা কিছুই জানিনা।