নিজস্ব সংবাদদাতা, নারায়নগঞ্জ:
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের একটি খাল থেকে আব্দুল ওহাব (৫৫) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। (২০ জানুয়ারী) শুক্রবার দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহরের ডুবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত বৃদ্ধা আব্দুল ওহাব মিয়া সোনারগাঁ উপজেলা ললাটি এলাকারমৃত সাহাজ উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মাসুদ রানা জানান. শুক্রবার দুপুরে এলাকাবাসী ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের পাশে মদনপুর ফুলহর এলাকার খালে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের মাথায় ও গায়ে আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।