শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “হরতাল ও অবরোধের নামে চোরাগোপ্তা মেরে সরকার হঠানো যায় না, নিরীহ মানুষ মেরে ক্ষমতায় আসা যায় না। বিএনপি হলো সন্ত্রাসী দল ও জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের দল। তাদের কথা সাধারণ মানুষ শুনে না। তাদের নিজেদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়ার জেলে, আমি দয়া মমতা করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি”।
আজ রোববার (১২ নভেম্বর) বিকেলে ঘোড়াশাল- পলাশ ইউরিয়ার ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামীলীগ আয়োজিত নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক জনসভায় এসব কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “খালেদাজিয়া ছেলে তারেক জিয়া ২০০৭ সালে মুচলেকা দিয়েছিলো কখনও রাজনীতি করবে না। এখন চোরের মতো মোবাইলে বার্তা দেয়।
লন্ডন গিয়ে বসে আছে, এতো টাকা কোথায় পায় সে, এতিমের টাকা আত্মসাৎ করেছে, অস্ত্র ব্যবসায়ী – চোরাকারবারি, মানি লন্ডারী এর সাথে জড়িত৷ সে লন্ডনে বসে বাংলাদেশ আগুন জালাতে বলে। এগুলো বাংলাদেশ মানুষ কখনও মেনে নিবে না। কঠিন ভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ জনগণের কল্যাণের স্বার্থে সবকিছু করতে রাজি। জনগণের জানলামের ক্ষতি আর বরদ্দাস্ত করা হবে না। জনগণ ভোটের মাধ্যমে বিএনপি জামায়াতকে সঠিক বিচার করবে”।
উল্লেখ, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী জেলার আরো ৯টি নবনির্মিত ও সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে আগমন উপলক্ষে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে।
এসময় আরো উপস্থিত ছিলেন,শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।