শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে লাম্পি স্কিন রোগে আতঙ্কে খামারিরা

Reading Time: 2 minutes

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে গরু পালন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই এখন গরু পালন করা হচ্ছে। অন্যদিকে উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি খামার বৃদ্ধি পাচ্ছে। গরু পালনে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে। কিন্তু হঠাৎ করেই নিয়ামতপুরে বেড়েছে গরুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ। এতে দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের খামারি ও প্রান্তিক কৃষক। পল্লি পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে ভুল চিকিৎসায় মারা যাচ্ছে গরু এবং অর্থ অপচয়ের শিকার হলেও মিলছে না কোনো সমাধান।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে অধিকাংশ কৃষকের গরু ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রতিষেধক না থাকায় অনেককে পল্লি চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। আক্রান্ত গরুর মালিকদের কাছ থেকে বিভিন্ন কৌশলে পল্লি চিকিৎসকরা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এ রোগে আক্রান্তের তুলনায় মারা যাওয়া সংখ্যা কম। প্রান্তিক কৃষকের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়ছেন খামারিরা।
উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, নিয়ামতপুরে মোট ছোট-বড় ৩৮০ টি খামার আছে। উপজেলায় গরুর সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৮৯৫ টি। এ রোগে আক্রান্ত ৬৪ টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রকৃত তথ্য অনুযায়ী উপজেলায় এ রোগে আক্রান্তের হার অনেক বেশি।উপজেলার আসনদী গ্রামের গরু পালনকারী আজিজুল হক ও জিনারপুর গ্রামের আইচাঁন বলেন, এ রোগ হলে চিকিৎসা কী হবে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। শুধু জ্বর ও ব্যথার ইনজেকশন দিচ্ছে। এতে আক্রান্ত গরুর ফোলা ও গুটি সারতে অনেক সময় লাগছে। অনেক টাকা খরচ হচ্ছে।পল্লি চিকিৎসক মিলন বলেন, এই রোগের সরকারি বা বেসরকারি ভাবে এখনও কোন প্রতিষেধক বের হয়নি। আক্রান্ত পশুর প্রথমে তাপমাত্রা বেড়ে গিয়ে শরীরে বড় বড় গুটি দেখা দেয়। এক সপ্তাহ পরে গুটিগুলো গলে ঘা হয়। ঘা থেকে অনবরত তরল পদার্থ বের হয়। অল্প দিনে গরু শুকিয়ে যায়। অনেক ক্ষেত্রে ছোট বাছুর মারা যায়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী বলেন, খামারিদের তুলনায় প্রান্তিক কৃষকদের গরু লাম্পি স্কিন রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এ রোগ প্রতিরোধের কোনো টিকা নেই। গরুর সঠিক পরিচর্যা ও পরিষ্কার পরিছন্ন রাখার মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব। আমরা মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com