সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কক্সবাজারে শুটিং চলাকালীন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে।
জানা গিয়েছে, জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবির শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে। সেখানে মেলার সেট তৈরি করে চলছিল শুটিং। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ হঠাত্ই শুটিং স্পটে একদল দুষ্কৃতী অতর্কিতে ঢুকে পড়ে। সে সময় নায়িকা পরীমনিকেই অপহরণের চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে পরীমণি অক্ষত রয়েছেন। ইউনিটের সকলে ভাল আছেন। পুরোমাত্রায় ফের শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে।