শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড (সাবেক)-এর আয়োজনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এ শান্তি সমাবেশ মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনালের (অব.) মো. মাহামুদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান, আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ হরতাল দেশের মানুষ প্রত্যাখান করেছে। বারবার হরতাল-অবরোধ দিয়ে মানুষের ক্ষতিই করতে পারবে না। এখন দেশের মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তাই তারা আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবে।