শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
২৯ শে মার্চ ,দুপুর দুটোয় ধর্মতলা শহীদ মিনারের সামনে ,অভিষেক ব্যানার্জি নেতৃত্বে এক বিশাল সমাবেশ, কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বাংলাকে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার এবং পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকের এই সমাবেশ আজকের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিধায়ক সাংসদ এবং পৌরসভার কাউন্সিলর গন, উপস্থিত ছিলেন তাপস রায় , শোভন দেব চট্টোপাধ্যায়, বৈশ্যানর চ্যাটার্জি, বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসু, সায়নী ঘোষ, ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, মদন মিত্র, জুঁই বিশ্বাস, সঞ্জীব বক্সি, সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ, প্রত্যেকেই তাদের বক্তব্য তুলে ধরেন এবং একে একে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ও মোদি সরকারকে তীব্র ভাবে আক্রমণ করলেন, এবং মঞ্চে দাঁড়িয়ে উদাহরণস্বরূপ অভিষেক ব্যানার্জি বলেন বাংলায় যদি রাস্তা হয় সেটা কি মোদি সরকারের নামে হবে না বাংলার নামে ,বাংলায় যদি কোন প্রকল্প হয় সেটা কার নামে হবে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুন্ন থাকে থাকে আমরা তাড়ি লড়াই চালিয়ে যাব, একবিন্দু জায়গা আমরা ছাড়বো না।, যত সিবিআই ও ইডির ভয় দেখাক, যে সরকার বাংলায় ২০১৯ এ ১৮ টা সাংসদ পদ পেয়ে ভারতীয় জনতা পার্টি এসেছিল, আজ তারা বাংলার মানুষের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ ,আবাস যোজনা টাকা বন্ধ, আর এদিকে কেন্দ্র সরকার এলআইসি এসবিআই এর মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছে। ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা আমাদের আটকে রেখেছে, দেওয়ার নাম নাই। অথচ বাংলার জন্য বড় বড় কথা বলছে।, আর নেতা মন্ত্রীদের সিবিআই এর ভয় দেখাচ্ছে, করে দেখাক, আমাদের ভয় দেখিয়ে কি করতে পারে, বাংলার মানুষ রয়েছে তারা আজ বুঝতে পেরেছে এবং মোদি সরকারকেই দেখাতে চায় দেখুন একবার মঞ্চের দিকে আমাদের পাশে কারা রয়েছে,। এর হাফ আপনি জনসভায় লোক আনতে পারবেন কিনা ভেবে দেখুন ,এটা শুধু ট্রেলার শুরু হলো, পরীক্ষার জন্য এতদিন আমরা কিছু দেখায়নি। এবার পরীক্ষা শেষ হয়েছে ,আমরা আপনাকে দেখাবো কি করতে পারি….. এসব দেখিয়ে বাংলার মানুষকে আটকানো যাবে না, বিভিন্ন জেলা থেকে ছাত্র পরিষদের ছেলেরা জনসভায় হাজির হন এবং রাস্তা থেকে প্রচুর বাস তুলে নেয়া হয়, ফলে মানুষের অনেকটাই অসুবিধা হয়েছে বাড়ি ফিরতে, অফিস ফেরত মানুষদের রাস্তায় অপেক্ষা করতে হয়েছে, গাড়ি ধরার জন্য ,সরকারি বাস থেকে শুরু করে লোকাল বাস ও তুলে নেওয়া হয়েছে, আজ জনসভায় প্রায় 8 থেকে 10 হাজার মানুষ হাজির হয়েছিলেন। প্রচন্ড রোদে এবং রোজা চলায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে এত লোক হতে পারে, তিনি ধন্যবাদ জানালেন সকলকে জনসভায় আসার জন্য ,যদি রোজা না থাকতো তাহলে হয়তো ডবল লোক আজ এই মঞ্চের সামনে উপস্থিত হত।,.., ধর্মতলা থেকে বাবুঘাট ,ইডেন গার্ডেন ,সমস্ত দিকে রাস্তার যানজটে পরিণত হয় এবং কয়েকশো গাড়ি মাঠে ও রাস্তার দু’ধারে পার্কিং করে রাখে।