শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এমএইচ মাশুক, পাবনা:
মোহনা টেলিভিশনের ১৩ বছরে পদার্পণ উপলক্ষে পাবনায় কেক কেটে শুভজন্মদিন পালন করা হয়েছে। মডেল প্রেসক্লাব পাবনার হলরুমে আলোচনাসভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগেরে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সভাপতি নাহিদ মিথুন, সাধারন সম্পাদক মোবারক বিশ^াস, সাংগাঠনিক সম্পাদক মজিবুল হক লাজুক, প্রচার সম্পাদক ইমরান খান মানিক, শাহিন হোসেন, সহ দপ্তর এমএইচ মাশুক, মোমনি, বাধন, কল্লোল প্রমুখ।
এ সময় বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরার পরিচালনায় এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।