সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
পাবনায় পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃমফিজুল ইসলাম। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। আয়োজিত এ সভায় জানান, প্রায় ৩০ লাখ জনসংখ্যা অধ্যুষিত পাবনা জেলায় ৪০ শতাংশ মানুষ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় এসেছে।