মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
পাবনায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফরউল্লাহ। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক। এ টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলা ও একটি পৌরসভা অংশ নিচ্ছে।