বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি
পাবনা র্যাব কর্তৃক ৫০৬ (পাঁচশত ছয়) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিবার দিবাগত রাতে মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০২/০১/২০২৩ তারিখ ০০.৩০ ঘটিকায় সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাট ঘাট এর পল্টুনের উপর’ একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৫০৬ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ট্রাকের কাজপত্র, মোবাইল-০২টি, সিমকার্ড-০২টি এবং নগদ-৫,৭৫০/- টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ তৌহিদ @ জীবন (২০), পিতা মোঃ জাকির আলী মন্ডল, ০২। মোঃ বখতিয়ার হোসেন (২৫), পিতা-মোঃ মোক্তার হোসেন, উভয় সাং-তালশার উত্তরপাড়া, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাক্ষরিত-কিশোর রায়,সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।