বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
পাবনা র্যাব কর্তৃক ৬৭৫ (ছয়শত পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৯/১২/২০২২ ইং তারিখ ১৭.১৫ ঘটিকায় সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘নাটোর জেলার লালপুর থানাধীন চংধুপইল ইউনিয়নের চংধুপইল গ্রামস্থ মোঃ আব্দুল ছাত্তার (৪৮), পিতা-শাহামান মন্ডল এর বসতবাড়ীর পাশে কাঁচা রাস্তার উপর” একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৬৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আব্দুল ছাত্তার (৪৮), পিতা-মোঃ শাহামান মন্ডল, সাং-চংধুপাইল, থানা-লালপুর, জেলা-নাটোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে নাটোর জেলার লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।