বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
০৪ (চার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ২০/১২/২০২২ ইং তারিখ ১৯.২৫ ঘটিকায় সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার পাবনা থানাধীন বলরামপুর গ্রামস্থ জনৈক ঠান্ডু প্রামানিক (৫০), পিতা-মৃত তমিজ প্রামানিক এর বসতবাড়ীর পূর্ব পাশের্^ অনন্ত মোড় হইতে রানা ইকো পার্ক গামী পাঁকা রাস্তার উপর একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ০৪ (চার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীঃ মোঃ শুকুর আলী (২৪), পিতা-মোঃ হান্নান শিকদার, সাং-বলরামপুর মধ্যপাড়া, থানা-পাবনা, জেলা-পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার পাবনা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-কিশোর রায়,সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।