বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক, পাবনা:
ব্যাপক উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী জন্মবর্ষ উপলক্ষে আহমদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে কামাল চেয়ারম্যান মোটরসাইকেল হাডু ডু খেলা টুর্নামেন্ট অনুষ্টিত হচ্ছে। গ্রামবাংলা থেকে হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে। বর্তমান গ্রামেও চোখে পড়ে না হাডুডু খেলা। বাংলার ঐতিয্য রক্ষার্থে জাতীয় খেলা হাডুডু টিকিয়ে রাখার জন্য সুজানগর আহমদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাডুডু টুর্নামেন্টের আয়োজন করেন। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার থাকবে একটি মোটরসাইকেল। গত এক সপ্তাহ ধরে কাশিনাথপুর শহীদ সরনীকা উচ্চ বিদ্যালয় মাঠে কামাল চেয়ারম্যান মোটরসাইকেল হাডুডু টুর্নামেন্ট চলছে। এ খেলায় ১৬ টি দল অংশগ্রহন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে ভালোবাসে। আর তারই সন্মার্থে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবর্ষ উপলক্ষে খেলাটি পরিচালিত হচ্ছে। এ খেলায় সার্বিক সহযোগীতা করছেন আহমদপুর দুই দুই বারের নির্বাচীত চেয়ারম্যান কামাল হোসেন।