মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আর কে আকাশ, পাবনা:
পাবনার বেড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে দেড় বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যা ৭ টায় বেড়া নির্বাহী অফিসার মোহাম্মাদ সবুর আলীর নির্দেশনায় বেড়া (ভূমি) এসিল্যান্ড রিজু তামান্না পেঁচাকোলা নামক এলাকায় ভেজাল দুধের কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সঞ্জয় ঘোষ (৪০) নামক ব্যাক্তিকে ১ বছর ৬ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। এসময় জনসম্মুখে এই ভেজাল দুধ নষ্ট করা হয়।
সঞ্জয় ঘোষ রাসায়নিক ক্রিম, সয়াবিন তেল ও গুড়া সাবান (ডিটারজেন্ট পাউডার) মিশিয়ে মেশিনে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরে তিনি এই ভেজাল দুধের ব্যাবসা করে আসছিলেন। এসিল্যান্ড রিজু তামান্না প্রশাসনিক ফেসবুকের ওয়ালে এই তথ্য ও ছবি পোস্ট করে বলেন, যে কোন অপরাধে প্রশাসন সবসময় তৎপর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতার অনুরোধ করেন।